চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সামাজিক ও আর্ত মানবতার সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম’র আয়োজনে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০২৩ সালে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সরফভাটা ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের হল রুমে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম’র সভাপতি এস.এম আবুল ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী’র সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবদুর রউফ মাষ্টার। বিশেষ অতিথি ছিলের সোসাইটি’র প্রতিষ্ঠাতা আহবায়ক এ.এম.এস মমতাজুল ইসলাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অঞ্জন বৈদ্য, সোসাইটির যুগ্ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মাষ্টার ইস্কান্দার মিয়া তালুকদার, সোসাইটিরদ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুবেল মাহমুদ প্রমুখ। পরে সোসাইটির পক্ষ থেকে বিদ্যালয়ের মোট ১৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।