২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বিধ্বংসী রূপ দেখান সাকিব আল হাসান। আসরের তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এতে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা দশে উঠে আসেন সাকিব। গত বিশ্বকাপের পারফরম্যান্স এবার দেখাতে পারলে সর্বোচ্চ রানের তালিকায় অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিংকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করতে পারবেন টাইগার অধিনায়ক। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন ৯ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। ২০০৭ সাল থেকে বিশ্বকাপের চার আসরে ২৯ ম্যাচে ১ হাজার ১৪৬ রান করেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপে ৮ ইনিংসে ৬০৬ রান করেছিলেন সাকিব। এবার ৫৯৮ রান করতে পারলে বিশ্বকাপে রান সংগ্রহের তালিকায় রিকি পন্টিংকে ছাড়িয়ে ১ হাজার ৭৪৪ রান হবে সাকিবের। ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ৪৬ ম্যাচে ১ হাজার ৭৪৩ রান করেছিলেন রিকি পন্টিং। দ্বিতীয় স্থান অর্জন করতে পারলেও এই আসরে শীর্ষস্থান দখল করাটা প্রায় অসম্ভব সাকিবের জন্য।
ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত ২ হাজার ২৭৮ রান করেন তিনি। অর্থাৎ শচীনকে টপকে শীর্ষস্থান দখল করতে সাকিবের এখনো প্রয়োজন ১ হাজার ১৩৩ রান। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৪ বিশ্বকাপে ১ হাজার ৫৩২ রান করেন তিনি। সাঙ্গাকারাকে টপকে তৃতীয় হতে সাকিবের প্রয়োজন ৩৮৭ রান। তবে এবারের বিশ্বকাপে সাকিব এই তালিকার চতুর্থ স্থানে উঠে আসবেন নিশ্চিতই। তালিকার চতুর্থ স্থানে ক্যারিবিয়ান লিজেন্ড ব্রায়ান লারার সংগ্রহ ১৯৯২ সাল থেকে ২০০৭ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ৩৪ ম্যাচ খেলে ১ হাজার ২২৫ রান করেন। অর্থাৎ, লারাকে টপকে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় চতুর্থ হতে সাকিবের প্রয়োজন ৮০ রান। তালিকার পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বকাপের ২৩টি ম্যাচ খেলে ১ হাজার ২০৭ রান করেন ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’। ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলতে সাকিবের প্রয়োজন ৬২ রান। তালিকার ষষ্ঠ স্থানে উইন্ডিজ তারকা ক্রিস গেইল। ওয়ানডে বিশ্বকাপে তার রান ১ হাজার ১৮৬। গেইলকে পেছনে ফেলতে সাকিবের প্রয়োজন ৪১ রান। তালিকার সাতে শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার জয়সুরিয়া। ৫০ ওভারের বিশ্বকাপে তার রান ১ হাজার ১৬৫। জয়সুরিয়াকে পেছনে ফেলতে সাকিবের প্রয়োজন ২০ রান। সাকিবের ঠিক উপরেই আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। বিশ্বকাপের ৩৬ ম্যাচে ১ হাজার ১৪৮ রান করেন তিনি। অর্থাৎ, ৩ রান করলেই ক্যালিসকে পেছনে ফেলবেন সাকিব।