শফিউল আলম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে কলেজছাত্র শিবলী সাদিকে (১৯) অপহরণের পর জবাই করে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তারা হল- উচিংথোয়াই মারমা (২৩) ও তার সহযোগী ক্যাসাই অং মারমা (৩৬)। এদের মধ্যে উচিংথোয়াই মারমা কলেজছাত্র শিবলীকে জবাই করেছে বলে জানায় র্যাব। গত ৩০ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন নতুনব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গতকাল ১ অক্টোবর রবিবার র্যাব ৭ চান্দঁগাও ক্যাম্পে সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম এসব তথ্য জানান।তিনি আরও জানান, রাউজানে কলেজছাত্র হৃদয় খুনের ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে জবাইকারী ও রয়েছে । র্যাব কতৃক আটক দুজনের মধ্যে একজনের বাড়ী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়ায় অপরজনের বাড়ী বান্দরবানের রুমায় । জানা গেছে, ভুক্তভোগী শিবলী সাদিক রাউজানের কদলপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি তিনি এলাকার একটি মুরগির খামার দেখাশোনা করতেন। সেই খামারে কাজ করা কয়েকজনের মধ্যে বিরোধকে কেন্দ্র করে গত ২৮ আগস্ট শিবলী সাদিককে অপহরণ করা হয়।এ ঘটনার দু’দিন পর অপহরণকারীরা হৃদয়ের পরিবারের কাছে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যরা ২ লাখ টাকা দিতে রাজি হয়। কয়েকদিন পর অপহৃত শিবলীর বাবা শফি বান্দরবান এলাকায় ডুলাপাড়ায় গিয়ে দু’জনের হাতে দুই লাখ টাকা তুলে দেন। কিন্তু তারা শিবলীকে মুক্তি দেয়নি। এরপর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। কলেজ শিক্ষার্থী হৃদয় অপহরন ও হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত ৬জনকে আগে গ্রেফতার করা হয় । ৬ জনের মধ্যে উমুসিং মারমাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে জনতা পিটিয়ে হত্যা করে। গত ৩০ সেপ্টেম্বর শনিবার র্যাব -৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিত্ব্ েঅভিযান চালিয়ে কলেজ ছাত্র হৃদয় অপহরন ও হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত উচিংথোয়াই মারমা (২৩) ও তার সহযোগী ক্যাসাই অং মারমা (৩৬)কে চট্টপগ্রাম নগরীর কর্ণফুলী থানা ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করে। এই দুজনের মধ্যে উচিংথোয়াই মারমা কলেজছাত্র শিবলীকে জবাই করে হত্যা করে বলে র্যাবের কাছে উচিংথোয়াই মারমা স্বীকার করেছে বলে জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, কলেজ ছাত্র হৃদয় অপহরন ও হত্যাকোন্ডের সাথে জড়িত ৮জনকে গ্রেফতার করা হয়েছে । ৮ জনের মধ্যে ্একজনকে জনতা গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে । ৫জন জেল হাজতে রয়েছে । গত ৩০ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম নগরী থেকে র্যাব -৭ এর একটি দল অভিযান চালিয়ে আটক জড়িত উচিংথোয়াই মারমা (২৩) ও তার সহযোগী ক্যাসাই অং মারমা (৩৬)কে র্যাব গতকাল ১ অক্টোবর রবিবার দুপুরে রাউজান থানায় সোর্পদ করেছেন ।
হৃদয় অপহরণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত আরো ২ জন গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন