শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কোতোয়ালী জোনের কার্যকরি কমিটির সভা ৩০ সেপ্টেবর’২৩ উপ-পরিচালক (নিয়ন্ত্রক) মুহাম্মদ আমির হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক মুহাম্মদ নুর রায়হান চৌধুরী। সভায় সর্বসম্মতিক্রমে মুহাম্মদ আমির হোসেন সোহেলকে পরিচালক, মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বিরকে উপ-পরিচালক (সার্বিক), হাফেয ফোরকান আহমেদকে উপ-পরিচালক (নিয়ন্ত্রক) নির্বাচিত করা হয়। কার্যকরি পরিষদের পরিচালনা কর্মকর্তা নির্বাচিত হলেন, মুহাম্মদ মহিউদ্দিন সায়েম, হাফেয জহিরুল ইসলাম, মুহাম্মদ নাঈমুল হক, নুরুল আমিন, আরিফুল ইসলাম ইরফান, মুহাম্মদ মিরাত হোসেন, মুহাম্মদ ইমরান, ইউসুফ মুহাম্মদ রিয়াদকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ ২০২৩-২৪ কোতোয়ালী থানার পরিচালনা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য যে, হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি ২য় শ্রেণি থেকে ৮ম শ্রেণির স্কুল-মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।