দুনিয়া থেকে যোদ্ধাগোষ্ঠী হামাসকে মুছে দেয়ার অঙ্গীকার করেছে ইসরাইল। শনিবার হামাসের হামলায় ইসরাইলে কমপক্ষে ১২০০ মানুষ নিহত হওয়ার পর ইসরাইলের জরুরি সরকার এমন অঙ্গীকার করেছে। ওদিকে ইসরাইলে আছেন ভারতের ১৮,০০০ নাগরিক। তাদেরকে উদ্ধারে অপারেশন শুরু করেছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য আয়োজন চলছে। বিদেশে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য পূর্ণাঙ্গ প্রতিশ্রুতিবদ্ধ। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়, হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য জরুরি সরকার গঠন করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সরকার বলেছে, খুব শিগগিরই তারা স্থল অভিযান শুরু করবে গাজায়। একই সঙ্গে ঘোষণা দিয়েছে, দুনিয়ার বুক থেকে হামাসকে নির্মূল করে দেবে। নেতানিয়াহু বলেছেন, হামাসের প্রতিজন সদস্য এক একজন মৃত মানুষ।
হামাসকে তিনি ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে তুলনা করেন। প্রতিশ্রুতি দেন- যেভাবে বিশ্ব দায়েশকে ধ্বংস করেছে হামাসকে আমরা সেভাবে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দেবো। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, সবাইকে আমি বলি হামাসকে আমরা মুছে দেব। দুনিয়ার বুক থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেবো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জোনাথন কনরিকাস বলেন, শিশুদের শিরশ্ছেদ করছে হামাস এমন তথ্যপ্রমাণ আছে তাদের হাতে। কিন্তু হামাস এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
গাজা উপত্যকায় বসবাস করেন কমপক্ষে ২৩ লাখ মানুষ। সেখানে অবরোধ সৃষ্টি করার পর বিদ্যুৎ ও পানি নেই। নেই অন্যসব মৌলিক চাহিদার জোগান। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার মানুষ গৃহহীন। ছোট্ট এই ভূখণ্ডের ওপর ইসরাইল শত শত বোমা ফেলছে বৃষ্টির মতো। ফলে নির্যাতিত, নিষ্পেষিত এই মানুষগুলোর এখন আর যাওয়ার কোনো জায়গা নেই। এই উপত্যকার একটিমাত্র সীমান্ত আছে। তা বন্ধ করে রেখেছে মিশরীয় কর্তৃপক্ষ। এখন ইসরাইলের অবরোধ, মিশর সীমান্ত বন্ধ করে দেয়ায় গাজার মানুষ আটকা পড়েছেন। ইসরাইল থেকে যেসব শরণার্থী পালিয়েছেন, তাদেরকে আর আশ্রয় দেয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে মিশর।
শনিবার ইসরাইলের ভিতরে হামাস ৫০০০ রকেট ছোড়ে। তারপর গত ৫ দিন ধরে গাজা উপত্যকাকে বোমা হামলা চালিয়ে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরাইল।


