উদ্বোধন অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানের ঝলক দেখা যাবে শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার ম্যাচ শুরুর আগে অরিজিৎ সিংকে দেখা যাবে গান গাইতে। এছাড়াও আছে নানা বলিউডি চমক। রণবীর সিংকে নাচতে দেখা যেতে পারে এই অনুষ্ঠানে। খেলা শুরু দুপুর ২টায়। তার আগে বেলা সাড়ে ১২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও গ্যালারিতে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শচীন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট বোর্ড এদের গোল্ডেন কার্ড দিয়ে আমন্ত্রণ জানিয়েছে। শচীন অবশ্য আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কারণে এমনিতেই উপস্থিত থাকবেন।
এই ম্যাচ উপলক্ষ্যে এলাহি আয়োজন করা হয়েছে। তারকাদের অনেকে আহমেদাবাদ পৌঁছে গেছেন। নিরাপত্তার ব্যবস্থাও দেখার মতো।