খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর ভর্তি ছাড়ালো ১৮ হাজার ৯১৭ জনে। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪৭২ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৫৯ জনের। মারা যাওয়ার মধ্যে খুমেক হাসপাতালে ১৯ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ১ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ১১ জন, মাগুরায় ৩ জন, কুষ্টিয়ায় ১০ জন, ঝিনাইদহে ৩ জন, নড়াইলে ২ জন, এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১২০ জন এবং রেফার্ড করা হয় ২৬৬ জনকে।
খুলনা বিভাগে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩১৭ জন। এ সময়ে খুমেক হাসপাতালে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হচ্ছেন রিজভি শেখ এবং স্বরসতি। একজন নগরীর লবনচরা এলাকা ও অপরজন পিরোজপুর এলাকার বাসিন্দা।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে একদিনে নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩১৭ জন। ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ২৬ জন, বাগেরহাটে ১৫ জন, সাতক্ষীরায় ৬ জন, যশোরে ৩৫ জন, ঝিনাইদহে ৪৯ জন, মাগুরায় ৪১ জন, নড়াইলে ২২ জন, কুষ্টিয়ায় ৫০ জন, চুয়াডাঙ্গায় ৭ জন ও মেহেরপুরে ২৭ জন।
খুমেক হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ সময়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন এবং মারা গেছেন ২ জন। বর্তমানে হাসপাতালে ২১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে খুমেকে সর্বমোট ২ হাজার ২৪০ জন রোগী ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন। এ সময়ের মধ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪ জন এবং মোট মৃত্যু হয় ১৯ জনের।
খুলনা সিভিল সার্জন অফিস সূত্রমতে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৬৮ জন। এ পর্যন্ত খুলনা শহর ও উপজেলা মিলে মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ১২৭৭ জন এবং মৃত্যু হয় ২ জনের।