নিরব ঘাতক মরণব্যাধি স্তন ক্যান্সার প্রতিরোধে নারীদের সচেতনতার লক্ষ্য ১৩ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় মহিলা ক্যান্সার সচেতনতা সোসাইটি ও নীর্ভিক নারী সংগঠনের উদ্যোগে “গোলাপী মিছিল” স্তন ক্যান্সার সচেতনতার এক র্যালী ওমরগণী এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাবিহা মুসা, নারী নেত্রি লায়লা ইব্রাহিম বানু, মানবাধিকার নেত্রী জেসমিন সুলতানা পারু, আবিদা সুলতানা, নীর্ভিক নারী পরিচালক আজিজা রুপা, ফ্রোবেল শিক্ষিকা নিলুফার ইয়াছমিন, লায়ন নেওয়াজ খান, ডা. আহমেদ সাঈদ, মহিলা ক্যান্সার সচেতনতা সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি ডা নাহিদা খানম সিমু ও কবি তসলিম খাঁ।