কয়েক ঘণ্টা পরই শুরু হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ। আজ দুপুর আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। বৈশ্বিক আসরে গ্রিন ক্যাপদের মোকাবিলায় শতভাগ জয় ধরে রাখতে কেমন একাদশ নিয়ে নামতে পারে রোহিত-কোহলিরা? স্কাই ব্লুদের বিপক্ষে প্রথম জয় তুলে নিতে কেমন হতে পারে পাকিস্তানের একাদশ?
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ভারত ও পাকিস্তান। তাই আজকে মুখোমুখি লড়াইয়ে উইনিং ইলেভেন নিয়েই নামতে পারে দুই দল। ভারতের ওপেনিংয়ে একটি পরিবর্তন আসতে পারে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, ডেঙ্গু সারিয়ে প্রায় সুস্থ হয়ে উঠেছেন শুভমন গিল। সেক্ষেত্রে ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী হতে পারেন তিনি। গিল না খেললে ইষান কিষানের ওপরই ভরসা করবে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক মারলেও সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রান করেন তিনি। এরপরে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল মোটামুটি নিশ্চিত।
এছাড়া অলরাউন্ডার হিসেবে প্রাধান্য পাবেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। আর বোলিংয়ে দেখা যেতে পারে রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদবকে।
পাকিস্তানের একাদশে কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করে চমকে দেন আব্দুল্লাহ শফিক। তাই তার জায়গা পাকাপোক্ত বলা চলে। এছাড়া আরেক ওপেনার ইমাম উল হক আরেকটি সুযোগ পেতে পারেন আজ। দলের অন্যকোনো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা নেই।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল/ইষান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ শামি।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।