গাজায় ইসরাইলের বোমা হামলায় একদিনে আরও চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি। এ নিয়ে হামাস ও ইসরাইলের সংঘাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ২২০০ ছাড়িয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গত শনিবার বোমা হামলায় গাজা উপত্যকায় ২৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও মধ্য গাজার দেইর-আল-বালাহতে ৮০ জন এবং উত্তরের জাবালেয়া শরণার্থী শিবিরের ৫০ জন নিহত হয়েছেন। এদিকে, বেইত লাহিয়া শহরে ১০ জন এবং দক্ষিণের খান ইউনিস শহরে ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।
গত ৭ অক্টোবর ভোরে ইসরাইলে অতর্কিত রকেট হামলা শুরু করে হামাস। এর জাবাবে গাজায় ইসরাইলের হামলা শুরু হয়। এ পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় অন্তত ২ হাজার ২শ জন নিহত হয়েছে। আর হামাসের হামলায় ১৩শ জন ইসরাইলি নিহত হয়েছেন।
গত ৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো হামলায় এতজন ইসরাইলি নিহতের ঘটনা ঘটেছে।