হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে অস্ত্র-গুলি এবং মাদকসহ মো.জলিল (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে হাটহাজারী মডেল থানা কতৃপক্ষ গণমাধ্যমকে অস্ত্র-গুলি এবং মাদকসহ এক ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাত ১ টার দিকে ১২নং চিকনদন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খন্দকিয়া সাকিনের বাড়ি তাকে আটক করা হয় । সে স্হানীয় মোহাম্মদ শফির পুত্র। থানা পুলিশের উপ পরিদর্শক মোহাম্মদ বেলাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন আসামী জলিলের বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশিয় অস্ত্র, একটি কার্তুজ ও ১০৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে হাটহাজারী মডেল থানায় মামলা পৃথক দায়ের করা হয়েছে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত মোহাম্মদ জলিলকে সোমবার কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
হাটহাজারীতে অস্ত্র-গুলি এবং মাদকসহ গ্রেফতার ১
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন