চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর আদর্শে বলিয়ান হয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমাদের নবীর পরে আর কোন নবী আসবেনা। হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) হচ্ছে আখেরি নবী ও রসূল । পবিত্র আল-কোরআন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উপর আল্লাহপাক নাযিল করেছেন। আমরা আখেরি নবীর উম্মত হিসাবে গর্বিত ও কল্যাণময়। মহান আল্লাহ পাক আমাদেরকে আখেরী নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর উম্মত হিসেবে সৃষ্টি করেছেন তার জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের বানী আল কোরআন এবং হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর জীবনাদর্শকে বুকে আগলে রাখতে পারলেই আমাদের ইহকাল ও পরকাল উভয়ে মঙ্গল বয়ে আনবে।
তিনি গতকাল রাত্র ১১টা চর চাকতাই ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আমাদের নবীর শিক্ষা হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা।কিন্তু আজকে আমরা সত্যকে সত্য বলতে পারছিনা, মিথ্যাকে মিথ্যা বলতে পারছিনা। আমাদের নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)ইসলাম প্রতিষ্ঠার জন্য কত না ত্যাগ স্বীকার করেছেন। ইসলাম প্রতিষ্ঠা করতে শত্রুর মোকাবেলা করতে হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। আজকে ফিলিস্তানের আমার মুসলমান ছোট ছোট বাচ্চা শহীদ হচ্ছে, মা বোনেরা শহীদ হচ্ছে, তারা ইসলামের জন্য সংগ্রাম করছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে এভাবে মরতে হতো না। আল আকসা মসজিদ ফিলিস্তানি ভাইয়েরা উদ্ধার করেছে। ইসরাইলি ইহুদিরা ফিলিস্তানি মুসলমানদের উপর ভার ভার হামলা করছে । কিন্তু আমরা মুসলমান জাতি হিসেবে প্রতিবাদ করতে পারছি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আজকে আমরা এই মাহফিল থেকে ফিলিস্তানের যে সকল মুসলমান ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং ফিলিস্তানি মুসলমানদের বিজয় হয় সেই দোয়া কামনা করছি।
আজিমুশশান মিলাদ মাহফিলের সভাপতি হাজী নবাব খান এর সভাপতিত্বে এবং মোহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এম বোরহান উদ্দিন, প্রধান বক্তা অধ্যক্ষ মোঃ মৌলানা হাসান রেজা আল কাদেরী, আরো উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরীর আসু, মাহফিল পরিচালনা কমিটির সদস্য আব্দুস সোবান, মোহাম্মদ জসিম উদ্দিন, ওমর ফারুক, মোহাম্মদ ইউনুস, মোঃ মহিউদ্দিন, মোহাম্মদ ইয়াকুব খান, মোহাম্মদ আনোয়ার, আইয়ুব খান, মোঃ নুরুদ্দিন খান, মোহাম্মদ বেলাল, আরো উপস্থিত ছিলেন মাইনুদ্দিন পারভেজ, আসাদুর রহমান টিপু, মানিক, সোহেল, রাশেদ প্রমুখ।