ইসরাইলের প্রতি নিজের সমর্থন প্রদর্শনে এবার ২০০০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে ওই সেনাদের ইসরাইল উপকূলে পাঠিয়েছে পেন্টাগন। ইসরাইল-হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে এ খবর দিয়েছে সিএনএন। মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমটিকে জানিয়েছেন ২৬তম ম্যারিন এক্সপেডিশনারি ইউনিটের ‘র্যাপিড রেসপন্স ফোর্স’ ইসরাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওমান সাগরে মোতায়েন থাকা ইউএসএস ব্যাটান যুদ্ধজাহাজে অবস্থান করছেন তারা। তবে এই সেনারা ইসরাইলের কত কাছে গিয়ে অবস্থান নেবে কিংবা তারা এরইমধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো আরও দুই স্ট্রাইক গ্রুপের সঙ্গে যুক্ত হবে কিনা তা জানা যায়নি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মূলত ইরান ও লেবাননের হিজবুল্লাহকে একটি সতর্কবার্তা দিতেই সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ইরানের জলসীমার কাছেই টহল দিয়েছে কিছু মার্কিন যুদ্ধজাহাজ। এছাড়া বেশ কিছু সংবাদ সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দুই হাজার মার্কিন সেনাকে ইসরাইলে সম্ভাব্য রসদ সরবরাহ মিশনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। যাইহোক পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন যে, এমন পদক্ষেপের অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধে সরাসরি যোগ দেবে।