ডাঃ জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সাজারী (বিএইচএমএস) হোমিওপ্যাথিক ডিগ্রী কোর্স চালুর লক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সদস্যবৃন্দের সরেজমিনে কলেজ পরিদর্শন করেন। সম্প্রতি কমিটির সদস্যবৃন্দ হোমিও কলেজটি পরিদর্শন করেন। সদস্যগণ হলেন-অধ্যাপক ডা. মোঃ হাফিজুল ইসলাম, ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. আইরিন সুলতানা ও মাহি আল জিসা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও জহর লাল হাজারী, কলেজ পরিচালনা কমিটির সহ সভাপতি ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, স্বাস্থ্য শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কাউন্সিলর আলহাজ আবদুস সালাম মাসুম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হাসান রানা, কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য ও বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর চট্টগ্রাম বিভাগীয় সাবেক সদস্য আলহাজ্ব ডাঃ সালেহ আহমেদ সুলেমান, কলেজের অধ্যক্ষ ডা. মোঃ নুরুল আমিন, উপাধ্যক্ষ সহ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
পরিদর্শন কমিটি কলেজের অধ্যক্ষকে কোর্সটি চালু করণের বিষয়ে নীতিমালা অনুসরন সহ সার্বিক বিষয়ে বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন।