যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাফা ক্রসিং খুলে দিতে রাজি হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এই অনুমোদন পাওয়ার পর ওই সীমান্ত দিয়ে প্রথম দফায় মানবিক ত্রাণ বহনকারী ২০টি ট্রাক প্রবেশ করবে গাজায়। এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় বাইডেন কথা বলেন সিসির সঙ্গে। তারপর সিসির সম্মতির কথা জানান তিনি সাংবাদিকদের। হামাসের রকেট হামলার পর সংহতি প্রকাশ করতে বুধবার ইসরাইলে আসেন জো বাইডেন। তিনি বলেন, মিশরীয় প্রেসিডেন্ট অনুমোদন দিলেও শুক্রবারের আগে এই ত্রাণের চালান পাঠানো সম্ভব না-ও হতে পারে। কারণ, ওই ক্রসিংয়ের রাস্তাঘাট মেরামত করতে হবে। উল্লেখ্য, জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে বৈঠকের পর মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, ইসরাইল এই সীমান্ত ক্রসিংয়ে গাজা অংশে বোমা হামলা চালিয়েছে।
এ জন্য সেখানে কার্যক্রম অচল হয়ে পড়ে। বাইডেনের কথায়ও তারই সাক্ষ্য মেলে যে, সেখানকার রাস্তা মেরামত করতে হবে। জো বাইডেন আরও বলেছেন, প্রথম দফায় ২০ ট্রাক ত্রাণ পাঠানো হবে।
তবে এর সুবিধা নিতে পারবে না হামাস। ফলে এই ত্রাণ যাবে পরীক্ষামূলকভাবে। ওদিকে সীমান্তের গাজা অংশে এই ত্রাণ বিতরণ করবে জাতিসংঘ। যদি হামাস এই ত্রাণ জব্দ করে বা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তাহলে এটাই শেষ। কারণ, আমরা হামাসকে কোনো মানবিক সহায়তা পাঠাবো না। আমি এই প্রতিশ্রুতিই করেছি। ওদিকে দিনশেষে বুধবারই মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা ছিল জর্ডানে চারদিনের সামিটে। কিন্তু গাজার হাসপাতালে বোমা হামলার ফলে সেই সামিট বাতিল করেছে জর্ডান। কারণ, এতে আরব দেশগুলোতে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


