শফিউল আলম, রাউজান প্রতিনিধি: আজ ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। গতকাল পূজার্থীরা মণ্ডপে মণ্ডপে প্রতিমা বসানোর কাজে ব্যস্ত সময় অতিবাহিত করেছে। সকলেই চেষ্টা করেছে নিজ নিজ মণ্ডপকে সেরা সাজে সাজাতে। মণ্ডপ গুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবার রাউজানে পূজা হবে ২৩৩টি মণ্ডপে। হিন্দু সম্প্রদায় এবারের শারদীয় উৎসবকে স্মরণীয় করে রাখতে ঘরে ঘরে রেখেছে নানা আয়োজন। গত তিন মাস ধরে যেসব মৃৎ শিল্পি নির্ঘুম রাত কাটিয়ে দেব দেবির প্রতিমা তৈরি করেছেন, তারা পূজার্থীদের হাতে প্রতিমা বুঝিয়ে দিয়ে এখন শস্তির বিশ্রামে গেছে। পূজার সাথে সংশ্লিষ্টরা বলেছেন পঞ্জিকা অনুযায়ী ১৯ অক্টোবর মহাপঞ্চমী থেকে দুর্গাপূজার শুরু হয়ে ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে। এবার দেবী দুর্গার আগম ঘটবে ঘোড়ায় চড়ে, ফিরবেনও ঘোড়ায় চড়ে। পূজার্থীরা মহালয়ার দিন ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনির মাধ্যমে দেবীদুর্গাকে বরণ করবে। রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী বলেছেন শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করতে মণ্ডপে মণ্ডপে দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবকগণ। পাশাপাশি থাকবে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে জানিয়েছেন মহাষষ্ঠির দিন আনুষ্ঠানিক ভাবে পূজার উদ্বোধন হবে রাউজান পৌরসদরের জলিলনগর শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পূজা মন্ডপে। উদ্বোধন করবেন রাউজানের তরুন মানবিক রাজনীতিক ফারাজ করিম চৌধুরী। রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেছেন রাউজানের দুর্গোৎসবকে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে করার সহযোগিতায় প্রশাসন সবধরণের প্রস্তুতি নিয়েছে। ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৩৩টি পুজা মন্ডপে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
রাউজানে ২৩৩টি পূজা মন্ডপে এখন বর্ণিল সাজ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন