বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এর আয়োজনে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের কর্মচারীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এর চেয়ারম্যান ও জেলা পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান এর সভাপতিত্বে বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের সিএমও ডাঃ রোজী দত্ত, ডাঃ বিউটি পাল, চীফ এডমিন অফিসার আশরাফ উদ দৌলা সুজন,যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, আওয়ামী লীগ নেতা রায়সুল ইসলাম এমিলি, শাহেদুল ইসলাম পিন্টু ও ইউনিটের উচ্চমান সহকারী রফিকুল কাদের সহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ, যুব স্বেচ্ছাসেবকরা।
বিতরণকালে চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের কারণে করোনা কালীন এবং বর্তমান চলমান ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের ফলে বাজার মূল্যে উর্ধগতি বাংলাদেশ কোন রূপ প্রভাব পড়েনি। অসম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যেকটি উৎসব সকলেই মিলে উদযাপিত হয়। শারদীয় দুর্গোৎসব সকলেই আনন্দ ভাগাভাগি করার জন্যই আমরা আজকে এই উদ্যােগ নিয়েছি। মানুষের সাথে মানুষের যে বন্ধন তার সম্প্রীতি সৃষ্টির মাধ্যমে জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা, অসম্প্রদায়িক বাংলাদেশ বিনিমার্ণ হবেই।