নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচনে যাবে জাতীয় পার্টি।
শনিবার ইসিতে চিঠিটি পাঠানো হয়। এর আগে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও একটি চিঠি পাঠান। চিঠিতে পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের স্বাক্ষর ছাড়া অন্য কারো স্বাক্ষরে জাতীয় পার্টির মনোনয়ন বা লাঙ্গল প্রতীক বরাদ্দ না দেয়ার কথা বলা হয়।