রাঙ্গুনিয়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চন্দ্রঘোনার আজোরপাড়া এলাকার চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন জানান, আনুমানিক ২৬ বছর বয়সী রিপু আক্তার (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি, গোসল করতে নেমে মেয়েটি নিখোঁজ হয়।
তার বাড়ি চন্দ্রঘোনার কদমতলী গ্রামে। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।