অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত আল-ফাখুরা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এছাড়া দুই শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। শনিবার ভোরে ইসরায়েল এ হামলা চালিয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলার পর সেখানকার বিভীষিকাময় ছবি সামনে আসছে। এতে দেখা গেছে, আল-ফাখুরা স্কুলের অনেক কক্ষ ও করিডোরে ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।
গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, শনিবার ভোরের দিকে ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুলটিতে হামলা হয়েছে। স্কুলটিতে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গাজায় স্কুলে ইসরায়েলের বোমা হামলা, নিহত ৫০
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন