ক’দিন ধরেই আলোচনায় আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘কারার ওই লৌহ কপাট’ গানটি। অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে গানটি বিকৃত করার অভিযোগ উঠেছে। দেশ-বিদেশে চলছে এর প্রতিবাদ। তবে, গান বিকৃত করার অভিযোগে গায়ককে নয় বরং বিদ্রোহী কবির নাতি কাজী অনির্বাণ এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন তারই ভাই কাজী অরিন্দমসহ পরিবারের অন্য সদস্যরা। জানা গেছে, কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তার বড় ছেলে কাজী অনির্বাণ ঐতিহাসিক গানটি এ আর রহমানের হাতে তুলে দেন। তবে গানটি প্রকাশের আগে এটা জানতেন না পরিবারের অন্য সদস্যরা। বিষয়টি নিয়ে সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নজরুলের নাতি ও কাজী অনিরুদ্ধের দ্বিতীয় পুত্র কাজী অরিন্দম।
এ সময় আরও হাজির ছিলেন অরিন্দমের চাচাতো বোন খিলখিল কাজীসহ পরিবারের অন্য সদস্যরা। সংবাদ সম্মেলনে খিলখিল কাজী বলেন, কাজী অনির্বাণ ও কল্যাণী কাজী এই গান করার অনুমতি দিয়েছিলেন, তারাই মূলত দায়ী। অনির্বাণের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করার পাশাপাশি ‘পিপ্পা’ টিমের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে নজরুল পরিবারের এই সদস্য। কাজী অরিন্দম বলেন, কাজী অনির্বাণের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেবো।
বিজ্ঞাপন
সেই সঙ্গে ‘পিপ্পা’ টিমকেও চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কেন না, এই কাজটা করার আগে দুবার ভাবা উচিত ছিল। এমন একটি বিখ্যাত গানের কেস হিস্ট্রি স্টাডি করা উচিত ছিল। তাছাড়া এটি কেবল গান নয়। এটি একটি আন্দোলন, সংগ্রামের নাম। আমি চাইবো এই গানটির রিমেক ওই ছবি থেকে প্রত্যাহার করে আসল গানটিকে ফিরিয়ে আনা হোক। আমরা অনির্বাণ এর শাস্তির দাবি করছি।