আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতা চট্টগ্রাম নাগরিক চেয়ারম্যান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার হোসেন। শনিবার (১৯ নভেম্বর) সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মনোয়ার বলেন, বন্দর -এ আসনে দীর্ঘদিন আমি নানা ভাবে কাজ করছি। করেনাকালে নিজ খরচে এম্বুলেন্স সার্ভিস দিয়েছি। যখনি সুযোগ হয়েছে মানুষের প্রয়োজনে মাঠে ছিলাম। স্মার্ট বাংলাদেশ নির্মাণে জননেত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে কাজ করবো। বিশেষ করে নতুন কালুরঘাট সেতুর জন্য সর্বোচ্চ ভূমিকা গ্রহণ করবো। দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিলে দল ও জনগণের জন্য নিজেকে উৎসর্গ করবো।
দলীয় ফরম সংগ্রহ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা ব্যারিস্টার মনোয়ার

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন