সরকার পতনের একদফা দাবি নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের ১ম দিন রবিবার (১৯ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা।
হরতালকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় মহানগর বিএনপির আরও ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে বায়েজিদ থানা যুবদল নেতা লোকমান শরীফ ও বোরহান উদ্দিনকে বায়েজিদ থানা পুলিশ, বাগমনিরাম ওয়ার্ড যুবদলের মো. নাদিম ও ৩৮নং ওয়ার্ড সেচ্ছাসেবকদল নেতা মো. রাসেলকে চট্টগ্রাম আদালত থেকে নামার সময় কোতোয়ালি থানা, মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক মাস্টার তারেককে হালিশহর থানা, বন্দর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কায়ছার হামিদ ও নুরুল আমিন রুবেলকে বন্দর থানা, ইপিজেড থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পলাশ ইসলামকে ইপিজেড থানা, চাঁন্দগাও থানা পুলিশ পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল নেতা মো. নেজাম সহ মোট ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।