বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে চার বছর আগে রাজধানীর পল্টন থানার এক নাশকতার মামলায় আদালত জামিন দিলেও কারামুক্ত হতে পারছেন না তিনি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত তার জামিনের আদেশ দেন। অন্য মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।
বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘২০১৯ সালের অক্টোবর মাসে পল্টন থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলার এজাহারে এ্যানি সাহেবের নাম ছিল না। চার্জশিটে নাম আসে। তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। এরই মাঝে তিনি অন্য মামলায় গ্রেফতার হন। তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আমরা উচ্চ আদালতের দেয়া বেলবন্ড দাখিল করে তার স্থায়ী জামিনের আবেদন করি। আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে তিনি অন্য মামলায় গ্রেফতার থাকায় মুক্ত হতে পারছেন না।’
এর আগে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় আলাদা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামানের আদালতে উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের বিশ হাজার টাকা মুচলেকায় আগামী বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত জামিন মঞ্জুর করেন।