শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে নিহত হয়েছে সিএনজি অটোরিক্সা চালক ইলিয়াছ (২৪) গুৃরুত্বও আহত হয়েছেন সিএনজি অটোরিক্সার যাত্রী দুই মহিলা এক শিশু সহ ৩জন । ৯ ডিসেম্বর শনিবার বিকাল ৪টার সময়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজানের পুর্ব গহিরা বড়পুল এলাকায় এ দুর্ঘটনা সংগঠিত হয় । চট্টগ্রাম জ- ১১-০৪৪০ নম্বরের একটি যাত্রীবাহি বাস চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে দ্রুত গতিতে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার সময়ে বিপরিত দিক থেকে আসা চট্টগ্রাম-থ-১৪-৪৪৬৫ নম্বরের সিএনজি অটোরিক্সা আসার সময়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা সংগঠিত হয় । যাত্রী বাসের প্রচন্ড ধাক্কায় সিএনজি অটোরিক্সাটি দুমড় মুছড়ে যায় । এসময়ে সিএনজি অটোরিকাসা চালক ইলিয়াছ সহ সিএনজি অটোরিক্সার যাত্রী দুই মহিলা ও এক শিশু মারাত্বকভাবে আহত হয় । স্থাণীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্বার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় । হাসপাতালের চিকিৎসক সিএনজি অটোরিক্সা চালক ইলিয়াছ কে মৃত বলে ঘোষনা করেন । গুরুত্বর আহত দুই মহিলা ও এক শিশুর অবস্থা গুরুত্বর হওয়ায তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়া হয় । নিহত সিএনজি অটোরিক্সা চালক ইলিয়াছ রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর বিনাহাজীর বাড়ীর মোহাম্মদ আলীর পুত্র । সিএনজি চালক ইলিয়াছের দুবাইতে প্রবাস জীবনে চলে যাওযার জন্য তার ভিসা এসেছে । নিয়তির কি খেলা ইলিয়াছ আর দুবাইতে যাওয়া হলোনা ।
এব্যাপারে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে সিএনজি চালক ইলিয়াছ মারা গেছে । দুই মহিলা ও এক শিশু সিএনজি অটোরিক্সার যাত্রী গুরুত্বর ভাবে আহত হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিক্সা পুলিশের হেফাজতে রয়েছে ।
বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে নিহত ১ আহত ৩

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন