শুক্রবার কলকাতার সিনেমা ‘মানুষ’ মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ। ছবিটি প্রযোজনাও করেছে তার প্রযোজনা সংস্থা। তবে এটি নির্মাণ করেছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। আর এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দেশের বিদ্যা সিনহা মিম। গত মাসে মানুষ ভারতের দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরমধ্যে বাংলা ভাষায় ১১৮টি ও হিন্দিতে ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সর্বশেষ গত ২২শে সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’। যদিও ছবিটি খুব একটা ব্যবসায়িক সফলতা পায়নি। এবার প্রায় তিন মাসের ব্যবধানে আবার প্রেক্ষাগৃহে এলো মিমের নতুন ছবি।
তাই দারুণ খুশি তিনি। জানা গেছে, ছবিতে মিমের চরিত্রের নাম মন্দিরা। এখানে একজন পুলিশ কর্মকর্তা তিনি। মিম বলেন, দুই বাংলায় প্রথমবার কোনো সিনেমায় অতিথি চরিত্রে তিনি অভিনয় করেছেন। তবে অতিথি চরিত্র হলেও বেশ গুরুত্বপূর্ণ চরিত্র এটি। বলিউডসহ সারা দুনিয়ার চলচ্চিত্রে তারকাদের বিশেষ উপস্থিতি থাকে। তা ছাড়া মানুষের গল্পটিও খুব মনে ধরেছে। আমার চরিত্রটাও দুর্দান্ত। এদিকে মিম এখন পান্না কায়সারের জীবনী নিয়ে তৈরি ‘দিগন্তে ফুলের আগুন’ ছবির শেষ পর্যায়ের কাজ নিয়ে ব্যস্ত। এর বাইরে নতুন বছরে আরও কয়েকটি নতুন ছবি নিয়ে কথা হয়েছে বলে জানালেন মিম।