শফিউল আলম, রাউজান ঃ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর সর্মথনে তার জ্যেষ্ট সন্তান তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী নৌকা প্রতিকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন । গতকাল ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, আমির হাট, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, জগ্ননাথ হাট, দক্ষিন হিংগলা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড, জলিল নগর বাস ষ্টেশন, মুন্সির ঘাটা এলাকায় নির্বাচনী প্রচারনা করেন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। নির্বাচনী প্রচারনা চলাকালে কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন ফারাজ করিম চৌধুরী । তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী পথসভায় বক্তব্যে বলেন, আমার বাবা রাউজানের ব্যাপক উন্নয়ন কাজ করেছেন । আমার বাবা গত ২৬ বৎসর ধরে রাউজানের মানুষের কল্যানে কাজ করেছে। আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে আমার বাবাকে সংসদ সদস্য নির্বাচিত করলে রাউজানের মানুষের কল্যানে কাজ করবে । তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর নির্বাচনী প্রচারনা চলাকালে পথসভায় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, রাউজান পৌরসভার কাউন্সিল বশির উদ্দিন খান, জসিম উদ্দিন চৌধুরী, সুমন দে, মাহবুল আলম, এস এম বাবর, জিয়াউল হক চৌধুরী সুমন, রুনু ভট্টচার্য্য, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাহাবুউদ্দিন চৌধুরী সাবু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা ।
ছবির ক্যাপশনঃ রাউজানের হিংগলায় পাচঁপীর শাহ (রাঃ) এর ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভঅয় বক্তব্য রাখছেন মেম্বার আজাদ সিকদার