লোহাগাড়ায় পাহাড়ি ঝিরি থেকে গলায় ওড়না প্যাঁচানো এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আধুনগর রশিদার ঘোনা কূলপাগলী পাহাড়ি এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আধুনগর রশিদার ঘোনা কূলপাগলী পাহাড়ি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি গলে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কিনা শনাক্ত করা যায়নি।
সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।