বোয়ালখালীতে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম উন্œয়ন কতৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, অত্যন্ত সাধারন পরিবারের সন্তান আমি। সাধারন মানুষের সাথে মিলে মিলে আমার বেড়ে ওঠা। মানুষ কি চায়, কিসে মানুষের কল্যান হবে, আমার চিন্তা চেতনায় সব সময় এসব বিষয় কাজ করে। স্বভাবগত ভাবেই আমি কাজ পাগল, কাজের মধ্যে থাকতেই ভালবাসি। মানুষ আমাকে বলে আমি একজন সফল মানুষ। মহান রাব্বুল আল আমিনের অসীম করুণায় আমি হয়তো ব্যক্তি সফলতা অনেক পেয়েছি। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন করতে পারাকেই আমি চরম সফলতা হিসেবে দেখি। ভোট চাইতে গেলে মানুষ আমাকে বলে চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক কাজ করে আপনি সিডিএ তে নতুন ইতিহাস তৈরী করে গিয়েছেন। আপনাকে ভোট দেয়া উন্নয়নকামী মানুষের নৈতিক দায়িত্ব। মুলত: মানুষের কল্যানে কাজ করাকে আমার নেশায় পরিনত করেছেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। গণমানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধুকন্যার অক্লান্ত পরিশ্রম আমাকে অনুপ্রানিত করেছে। জীবনের শেষ নি:শ^াস পর্যন্ত আমি মানুষের কল্যানে কাজ করে দোয়া নিতে চাই। আগামী নির্বাচনে আমাকে কেটলী মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে মানুষের জন্য আরো বেশী কাজ করার সুযোগকে আমি শতভাগ কাজে লাগাব।
উল্লেখ্য তিনি আজ রবিবার বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজ, পাঠান পাড়া, চৌধুরী হাট, ফকিরাখালী, মসজিদ ঘাট, ঘাটিয়াল পাড়া, সরবতীবর বাড়ী, অট্টল, সৈয়দনগর, চান্দারহাট, সৈয়দপুর, গোরস্তানের টেক, জোটপুকুর, হাজীরহাট, উপজেলা সদরে ব্যাপক গণসংযোগ করেন। এরপর সন্ধ্যায় পূর্ব মোহরা মসজিদ মার্কেট, ছোট বাকলিয়া ইসলাম মিস্ত্রির বাড়ি ও পুরাতন জানালী হাটে উঠান বৈঠকে বক্তব্য করে কেটলী মার্কায় ভোট প্রার্থনা করেন।