প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে যেভাবে এগিয়ে নিচ্ছেন, তাতে দরকার সব মানুষের দ্ব্যর্থহীন ঐক্য। আর সংবাদপত্রের মূল কাজ হচ্ছে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা।
এদেশের বাঙালি জাতীয়তাবাদের উন্মেষে ইত্তেফাকের অবদান যথেষ্ট।
রোববার (২৪ ডিসেম্বর) দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭১ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।
সাংবাদিক সৈয়দ আবদুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিইউজের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক, নাজিমুদ্দিন শ্যামল, প্রবীণ সাংবাদিক ইসকান্দার আলী চৌধুরী, বিশ্ব প্রেস কাউন্সিল নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসরাম, সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন, সাংবাদিক ডেইজী মউদুদ, সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নসরুল কাদির, ব্যবসায়ী ও সংগঠক এমএ সবুর, ডা. দুলাল দাশ, মেরিন ফিশারিজ একাডেমির প্রফেসর নোমান আহমেদ সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ, পরিচালক মাহফুজুল হক শাহ, সাংবাদিক ফারুক ইকবাল, প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংবাদিক সুলতান মাহমুদ সেলিম, মো. ফারুক, সাইফুদ্দিন খালেদ, দেব প্রসাদ দেবু, স্বপন মল্লিক, শফিউল আলম, ঋত্বিক নয়ন, আইয়ুব আলী, প্রদীপ নন্দী, আসিফ সিরাজ, রফিকুল ইসলাম সেলিম, আল রাহমান, সোহেল সরোয়ার, খোরশেদ আলম শামীম, গোলাম মর্তুজা, অনুপম বড়ুয়া, মিঞা আলতাফ, চসিক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, সরোজ আহমেদ, চট্টগ্রাম চেম্বারের পারভীন আকতার চৌধুরী, চট্টগ্রাম উইম্যান চেম্বারের জান্নাতুল নাঈম, অধ্যাপক ড. ইদ্রিস আলী, চবি একুশ ব্যাচের আহবায়ক মহিউদ্দিন বাদল, অপু বিশ্বাস, সরোয়ার মামুন, চট্টগ্রাম চেম্বারের মিডিয়া অফিসার মোকাম্মেল হক খান প্রমুখ।