বাগীশিপ আয়োজিত গীতা জয়ন্তী উৎসবে শ্যামল কুমার পালিত
বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত বলেছেন, গীতার আদর্শ সর্বজনীন ও মানবকল্যানমুখী। দ্বাপরযুগে ভগবান শ্রীকৃষ্ণ অগ্রহায়ণ মাসের শুক্লা একাদশী তিথির মাহেন্দ্রক্ষণে বীর ভক্ত অর্জুনকে উপলক্ষ্য করে সমগ্র বিশ্ববাসীর জন্য মানবজীবনের সংবিধান স্বরূপ শ্রীমদ্ভগবদগীতার যে অমৃতময় উপদেশ দিয়েছিলেন, তা হতাশাগ্রস্ত মানুষকে নব চেতনায় উদ্দীপিত করে। শ্রীমদ্ভগবদগীতা কর্ম, জ্ঞান ও ভক্তির ত্রিবেণী তীর্থ। মানুষ এই অমৃত বারিধি পানে পাপমুক্ত হয়ে সত্য, সুন্দর ও মঙ্গলময় জীবনের অধিকারী হতে পারে। গীতার সর্বকালীক চেতনাঋদ্ধ ভাবাদর্শ ছড়িয়ে দিতে পারলে কলিতাপদগ্ধ মানুষ ভগবদমুখী হবে। তিনি আরো বলেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে জাগতিক আসক্তি থেকে মুক্ত করেছিলেন এবং ন্যায়-অন্যায়ের পার্থক্য জানিয়েছিলেন। শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩) বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা আয়োজিত গীতা জয়ন্তী উৎসব ২০২৩ এ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই কথাগুলো বলেন। চট্টগ্রাম মহানগরের মৈত্রী ভবনস্থ বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে বাগীশিপ-কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক শিপুল কুমার দে’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক অধ্যাপক বাবুল কান্তি দেব (বাবলা) ও মহানগর শাখার যুগ্ম-আহবায়ক তৃষা আচার্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত গীতা জয়ন্তী উৎসবের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন সাধিকা মা কানন দেবী (সন্তোষী মা)। শতকণ্ঠে গীতাপাঠ পর্বে অংশ নেন বাগীশিপ চট্টগ্রাম মহানগর পরিচালিত বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থীরা। স্বাগত বক্তব্য রাখেন বাগীশিপ-কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব লায়ন রিমন মুহুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য প্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষান, চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, কাউন্সিলর সুনীল ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক কল্লোল সেন, বাগীশিপ বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু, রাউজান আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন বনিক, মাস্টার অজিত কুমার শীল, অধ্যাপক কাজল বরণ নাথ, অধ্যাপক সুতপা চৌধুরী মুমু। বক্তব্য রাখেন বাগীশিপ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মাস্টার রনজিত কুমার দাশ, চট্টগ্রাম জেলার সভাপতি চন্দন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ, সাংগঠনিক সম্পাদক ডা. রাসেল নন্দী, মহিলা সম্পাদক রিয়া দাশ চায়না, চট্টগ্রাম মহানগরের আহবায়ক অজিত কুমার দে, সদস্য সচিব মাস্টার প্রদীপ কুমার সুশীল, সমন্বয়ক রাজ মহাজন, বাগীশিপ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার স্বপন নাথ, তমিত রায় পুরোহিত, সনেট দাশ, লিংকন দেবনাথ, রুবেল দাশ, শিমুল ম-ল, সৌরভ চক্রবর্ত্তী, পিয়াস কুমার দাশ, ইমু দাশ পিউ, কক্সবাজার জেলার সভাপতি সেবক পাল, বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ মিরসরাই উপজেলার সভাপতি মাস্টার সুভাষ সরকার, বিজন বিহারী নাথ, আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক নিউটন সরকার, বোয়ালখালী উপজেলার সভাপতি রাজীব চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক বিশু রাম বসু সাটু, বাগীশিপ পতেঙ্গা থানার প্রধান উপদেষ্টা মাস্টার হরি দাশ, সভাপতি সবুজ কুমার দাশ, বায়েজিদ থানার সভাপতি শিমুল আচার্য, সাধারণ সম্পাদক অমিতাভ আচার্য, কোতোয়ালী থানার সভাপতি সুভাষ দাশ রূপন, সাধারণ সম্পাদক মণীষা সেন, আনোয়ারা উপজেলার সভাপতি লায়ন অজিত কুমার নাথ, সাধারণ সম্পাদক সাংবাদিক সুশান্ত শীল, সাতকানিয়া উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ, বাঁশখালী উপজেলার সভাপতি সুজন আচার্য, সাধারণ সম্পাদক টুটন চৌধুরী, পটিয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক সুবল আচার্য্য, সাংগঠনিক সম্পাদক যাদব সর্দ্দার, বোয়ালখালী উপজেলার সভাপতি পোপন দাশ, সাধারণ সম্পাদক রূপন দাশ, হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক পলাশ দে, উমেশ^র চৈতন্য ব্রহ্মচারী প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে গীতা গ্রন্থ এবং অস্বচ্ছল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন নৃত্য নিকেতন ও সংগীতালয়, চট্টগ্রাম। সংবাদ দাতা অধ্যাপক শিপুল কুমার দে আহ্বায়ক বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) কেন্দ্রীয় কমিটি