শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রাম ৬ রাউজান আসনে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম তার প্রতিক ট্রাকে ভোট চেয়ে গণসংযোগ করেন। ট্রাক প্রতিকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারনা করেন । গতকাল ২৫ ডিসেম্বর সোমবার দুপুর ২ টা থেকে বিকাল পর্যš সময়ে একটি খোলা অটোরিক্সায় দাড়িয়ে অটোরিক্সার পেছেনে ট্রাকে মাইক বেধে, ট্রাকের মধ্যে ১০ থেকে ১৫ জন সর্মর্থক নিয়ে ট্রাক প্রতিকে ভোট চেয়ে রাউজানের ডাবুয়ার বাইন্যার হাট থেকে প্রচারনা শুরু করে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে রাউজান উপজেলা সদর হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে রাউজান পৌর এলাকা, মোহাম্মদপুর,মঝিপাড়া,নাতোয়ান বাগিচা হয়ে কদলপুর হয়ে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক হয়ে পাহাড়তলী চৌমুহনী, বদুপাড়া, দেওয়ানপুর, গশ্চি নয়াহাট,ভ্রাম্বন হাট, নোয়াপাড়া পথের হাট উরকির চর হয়ে পুনরায় চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক হয়ে রাউজান নোয়াপাড়া সড়ক দিয়ে পশ্চিম গুজরা ইউনিয়নের বদু মুন্সি পাড়া, রাম বাজার,মগদাই, ডোমখালী, কাগতিয়া, বিনাজুরী হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে রাউজান পৌর এলাকার সুলতানপুর, পুর্ব গহিরা, গহিরা চৌমুহনী, গহিলা দলই নগর, নোয়াজিশপুর নতুন হাট, ফতেহ নগর ভামডুয়া তল হয়ে ঘনির ঘাট সড়ক দিয়ে ফতেহ নগর, পশ্চিম ডাবুয়া হয়ে ডাবুয়ার বাইন্যার হাটে এসে প্রচারনা শেষ করেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম। স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শফিউল আজম তার প্রতিক ট্রাকে ভোট চায় রাউজান বাসীর কাছে ।
স্বতন্ত্র প্রার্থী শফিউল আজমের গণসংযোগ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন