শফিউল আলম, রাউজান ঃ৯৬ সাল থেকে ২৬ বৎসর রাউজানের মানুষের পাশে ছিলাম, আবারো রাউজানবাসী সুযোগ দিলে সাধারন মানুষের কল্যানে কাজ করবো। রাউজানে ফায়ার ষ্টেশন, ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পিংক সিটি, টেকনিক্যাল কলেজ, কারগরী প্রশিক্ষন কেন্দ্র সহ সরকারী অফিস আদালত, শিক্ষা প্রতিষ্টান, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক সহ সড়কের উন্নয়ন কাজ করেছি। ব্রীজ কার্লভাট নির্মান করেছি। স্বাস্থ্য সেবাকে মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে ৪৪ টি কুিমনিউটি সেন্টার নির্মান করেছি। ট্রমা হাসপাতাল নির্মান করেছি । আমি আমার জীবনের ২৬ টি বৎসর রাউজানের মানুষের কল্যানে কাজ করেছি । আবারো রাউজান বাসী সুযোগ দিলে রাউজানের সাধারন মানুষের কল্যানে কাজ করবো । গতকাল ২৫ ডিসেম্বও সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে রাউজানের চিকদাইর ইউনিযনের দক্ষিন সর্তা, চিকদাইর, পাঠান পাড়া, নোয়াজিশপুর ইউনিয়নের নতুন হাট, ফতেহ নগর বাশডুয়াতল নদীম পুর, এলাকায় নির্বাচনী প্রচারনা সভা পথসভায় বক্তব্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী একথা বলেন। নির্বাচনী প্রচার ও পথসভায় আরো উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর কাউন্সিরর কাজী ইকবাল, ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি উয়াসিন চৌধুরী সি, আ্ই,পি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান ইকবাল, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর প্যনেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সরোয়ার্দি সিকদার, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, সুমন দে, কামাল উদ্দিন, আলমগীর কবির, মোসলেম উদ্দিন চৌধুরী চৌধুরী, পৌর কাউন্সিলর আলমগীর আলী, শ্যামল দত্ত, জসিম উদ্দিন, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল,মাসুদ, তাজউদ্দিন খান সোলায়মান, ছাত্রলীগ নেতা মনির তালুকদার, আশিফম আরমান সিকদার, ফযসল মাহমুদ সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা ।
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন