মীরসরাইয়ের ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নে নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেল উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। প্রচারণার যুদ্ধে এক ধাপ এগিয়ে রয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এ হেভিওয়েট প্রার্থী
প্রচারণায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের পাশাপাশি অরাজনৈতিক সংগঠন এবং স্থানীয় ভোটারদের সমর্থন পাচ্ছেন তিনি।
বিশেষ করে তরুণদের কর্মসংস্থান নিয়ে ভাবনার কারণে এলাকার মা ও বোনেরা রুহেলের কথা শুনতে ছুটে আসছেন উঠান বৈঠকগুলোতে।
ক্লিন ইমেজের ব্যক্তিত্ব সম্পন্ন রুহেলের কথায় আস্থা রাখার কথা চাউর হচ্ছে নবীন প্রবীণ সবার মধ্যে।
সূত্র জানায়, ওসমানপুর ইউনিয়ন উত্তর চট্টগ্রামের মৎস্য ভাণ্ডার। এখানকার উদ্যোক্তা, পেশাজাবীদের নিয়ে সুদুরপ্রসারি চিন্তা রয়েছে নৌকার প্রার্থী রুহেলের।