পটিয়ায় খেলনা পিস্তলসহ কিশোর গ্যাংয়ের তিনজনকে আটক করেছে পুলিশ ।
তারা হলো- দিহান (১৮), মাসুম (১৬) ও মাহি (১৭)।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুর্ব পাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার রাতে কিছু যুবক পটিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাহুলী এলাকায় জড়ো হয়।
এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবককে আটক করে। এ সময় তাদের থেকে একটি পিস্তল ও বেকেট ছুরি উদ্ধার করে। উদ্ধার করা পিস্তলটি খেলনার অস্ত্র বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সোলেমান জানান, আটক কিশোরদের থেকে উদ্ধার করা পিস্তলটি খেলনার অস্ত্র৷ এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।