পটিয়ায় নৌকা প্রার্থী আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী প্রচারণার থিম সং উম্মোচন করেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। শনিবার দুপুরে পটিয়া পৌরসদরে প্রধান নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী থিম সং উদ্বোধন অনুষ্ঠানে গীতিকার ও ছড়াকার আফম মোদাচ্ছের আলীর লেখা গানের সিডির মোড়ক উম্মোচন করেন তিনি।
এসময় বক্তব্য রাখেন, আফম মোদাচ্ছের আলী, সাংবাদিক রাজীব রাহুল, পটিয়ার পৌর মেয়র আয়ুব বাবুল, পটিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, বড়লিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, প্রত্যয় এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি,যুবলীগ নেতা মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান বলেন, পটিয়ার মানুষ আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোতাহেরুর ইসলাম চৌধুরীকে নির্বাচিত করে পটিয়ার উন্নয়নকে বেগবান করবে। গানের মূল কথা কোন কিছুর লোভে পড়ে অন্য মার্কায় ভোট দিয়ে ধোকা খাওয়া যাবে না
বঙ্গবন্ধুর নৌকা ও ভাই শেখ হাসিনার নৌকা
অন্য কিছুর লোভত ফরি ন খাইয়ু ভাই ধোকা”
গীতিকার ও সুরকার আ ফ ম মোদাচ্ছের আলী, মোতাহের ভাইয়ের এই নির্বাচনী গানটি এখন জনগণের মুখে মুখে