দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। শিক্ষাসহ সব কিছুতেই দেশ এগিয়ে যাচ্ছে।
শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হলে আপনাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে।
বুধবার (২৭ ডিসেম্বর) পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী, পাইরোল বড়–য়া পাড়া, পাইরোল, শাহগদি মার্কেট, তিয়ারকুল, লড়িহরা, ঊনাইনপুরা, উজিরপুর, নাইখাইন, জঙ্গলখাইনসহ বিভিন্ন এলাকায় গনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতকে সাথে নিয়ে যারা নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে জাতি তাদের স্বপ্নকে দু:স্বপ্নে পরিণত করবে। বিএনপি-জামাত মানুষ পোড়ানো ও গাড়িতে অগ্নি সংযোগ এবং সন্ত্রাসের রাজনীতি করে, অথচ স্বতন্ত্র প্রার্থী তাদের সাথে নিয়ে নির্বাচনী বৈতরনী পার হওয়ার জন্য নৌকার সমর্থকদের হামলা, মামলা ও অফিস এবং গাড়ি ভাংচুর করেছে। দীর্ঘদিন বিএনপি-জামায়াত পটিয়া রাজপথে মিছিল মিটিং করতে পারেনি। আজ স্বতন্ত্র প্রার্থী তাদের সহযোগী বানিয়ে পটিয়ার বিভিন্ন এলাকায় ভোটারদের হুমকি দিচ্ছে।
তিনি প্রশাসনকে উদ্দ্যেশ করে বলেন, পটিয়া থানা পুলিশের এক চোখানীতির কারণে স্বতন্ত্র প্রার্থী বহিরাগত সন্ত্রাসী ও মাদককারবারীদের নিয়ে পটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছে। প্রশাসনের বিভিন্নস্তরে অভিযোগের পরেও পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না।
এ সময় তিনি আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে বিগত ১৫ বছরের অত্যচার, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে জনগণকে জবাব দেওয়ার আহ্বান জানান।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সদস্য রাশেদ মনোয়ার, সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, আওয়ালী লীগ নেতা সাবেক চেয়াম্যোন শাহাদাত হোসেন ফরিদ, সাবেক চেয়াম্যোন গাজী মোহাম্মদ ইদ্রিস, এমএ রহিম, আবুল কালাম, মুর্তজা কামাল মুন্সি, প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী আবদুর রহমান, আওয়ামী লীগ নেতা ইউনুছ চৌধুরী, শফিকুল মান্নান, আইয়ুব মুছা, সবুজ বড়ুয়া সাজু, মাহমুদুল হক বাবু, সাইফুল করিম, মো. আলমগীর, তাপস কুমার দে, গাজী মো. জামাল, যুবলীগ নেতা সাইফুল হাসান টিটু, আবু সাদাত মো. সায়েম, মো. ফোরকান, দিদারুল আলম, শহিদুল ইসলাম খোকন, আনিসুর ইসলাম, বেলাল উদ্দিন প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, পটিয়ার উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিানার মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে।