আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গতকাল গণভবনে সাক্ষাৎ করেছেন নৌকার প্রার্থী এম এ লতিফ, দুই স্বতন্ত্র প্রার্থী বাঁশখালীর মুজিবুর রহমান, বোয়ালখালীর স্বতন্ত্র প্রার্থী বিজয় কিষাণ চৌধুরী এবং ফটিকছড়ির সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী। গতকাল সকালে চট্টগ্রামের চার আসনের এই ৪ প্রার্থী পৃথক পৃথক ভাবে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
দুই প্রার্থী জানান, সকালে চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনের নৌকার প্রার্থী সাংসদ এম এ লতিফ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। একই সময়ে চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এসময় তার বড় ভাই মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। একই সময়ে চট্টগ্রাম–৮ চান্দগাঁও–বোয়ালখালী আসনের স্বতন্ত্র প্রার্থী বিজয় কিষাণ চৌধুরীও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। এদিকে বর্তমান বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীও প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। তিনি চট্টগ্রাম–২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচন করছেন।
ভোটের একেবারে আগ মুহূর্তে ৪ প্রার্থীর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টি নিয়ে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। ৪টি আসন নিয়ে গত কয়েকদিন ধরে নানানমুখী আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।