শওকত হোসেন করিম, ফটিকছড়ি :ফটিকছড়িতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি’র নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে নৌকা মার্কা প্রতিকের স্লোগান দিয়ে ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেছে। নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সহ জনসাধারণ। সবাই বক্তারা বলেন, আপনারা গুজবে কান দিবেন না, কিছু দুষ্কৃতকারী ব্যক্তি মিথ্যাচার রটিয়ে যাচ্ছে। ওই ব্যক্তি কিংবা প্রার্থীরা পরাজয় নিশ্চিত ভেবেই গুজব রটিয়ে যাচ্ছে। নৌকা মার্কার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে স্বাক্ষরিত ফটিকছড়ি হতে খাদিজাতুল আনোয়ার সনিকে দিয়েছেন। কারো বাপের সাধ্য নাই নৌকা মার্কা প্রতীকের জয় যাত্রা বন্ধ করার ক্ষমতা। ফটিকছড়িতে নৌকা মার্কা আছে, থাকবে এবং বিপুল ভোটে জয় লাভ করবে।
ফটিকছড়িতে নৌকা মার্কা আছে, থাকবে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন