বোয়ালখালীর বিভিন্ন স্থানে কেটলি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর গণসংযোগকালে আবদুচ ছালাম আগামী পাঁচ বছরের জন্য উন্নয়নের দায়িত্ব নিতে চাই আজ বৃহস্পতিবার চট্টগ্রাম-৮ চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী আসনে জনগণের মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বোয়ালখালী পৌর সভার আমতল, উপজেল াসদও হয়ে গোমন্ডী ফুলতল, জমাদারহাট, শাকপুরা, আঞ্জিরমারটেক, সাতগড়িয়া পাড়া, টেঙ্ঘর, আজগর আলী স্কুল, মিলিটারি পুল, হাজীর পুল জনতার হাট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথ সভায় কেটলি প্রতীকের প্রার্থী সিডিএ সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, পাঁচ বছরে মিলে একবার সংসদ নির্বাচন হয়। সারাদেশে একই দিনে অনুষ্ঠত নির্বাচনে এই একদিনে যাদেরকে রায় দিবেন, তারাই পাঁচ বছরের জন্য মহান জাতীয় সংসদে জনগনের প্রতিনিধিত্ব করবে। এলাকার উন্নয়ন, শান্তি, শৃঙ্খলা পরিস্থিতিসহ গণমানুষের ভাগ্য অনেকটাই নির্ভর করে এলাকার সংসদ সদস্যের উপর। তাই ভোট দিতে হবে ভেবে চিন্তে। ব্যাক্তি দেখে নয়, তার কর্ম ও যোগ্যতা দেখেই আপনাদের ভোট দিতে হবে। আমি ১০বছর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এর দায়িত্বে ছিলাম। ১০টি বছরের ১০টি দিনও আমি চট্টগ্রামের উন্নয়নের ভাবনা ও কর্মের বাইরে কাটাইনি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিয়েছিলেন চট্টগ্রামকে সাজাতে। আমি সে দায়িত্ব পালন করতে কতটুকু সফল হয়েছি তা চট্টগ্রামবাসীই ভাল জানেন। চট্টগ্রামের মানুষ যা কল্পনাও করতে পারেননি, জননেত্রী শেখ হাসিনা আমাকে দিয়ে সেই সব অকল্পনীয় কাজ চট্টগ্রামে করিয়েছেন। তখন ছিল পুরো চট্টগ্রাম মহানগর ও আশপাশকে সাজানোর দায়িত্ব। এখন আমি সুনির্দিষ্ট সংসদীয় এলাকা সাজানোর দায়িত্ব নিতে এসেছি। বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশকে স্বপ্নের মত সাজাতে আমার তেমন বেগ পেতে হবেনা বলে আমি বিশ্বাস করি। আমি জানি, সঠিক পরিকল্পনা নিয়ে আমার নেত্রীর কাছে গেলে তিনি আমাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। আমি আগামী পাঁচ বছরের জন্য আপনাদের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিতে চাই। কেটলী মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা জেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান এম. এ ঈসা, আবুল কালাম, রিদুয়ানুল হক টিপু, মামুনুর রশিদ মামুন, মোরশেদ আলম, মোহাম্মদ সেলিম, মিজানুর রহমান টিপু, মুজিবুর রহমান, আবু সৈয়দ, মোহাম্মদ সায়েম প্রমুখ। এরপর তিনি মহানগর মহিলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে প্রধান নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় করেন এবং ৬নং পূর্ব ষোলশহর হাছান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওয়াছিয়া মাদ্রাসা মাঠে এলাকাবাসীর সাথে উঠান বৈঠকে বক্তব্য রাখেন।
চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালীর উন্নয়নের দায়িত্ব নিতে চাই
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন