নতুন নাটকে অভিনয় করলেন চলতি প্রজন্মের মডেল-অভিনেত্রী আনিকা আইরা। নাম ‘ব্যাচেলর’। এটি পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। এতে আনিকা অভিনয় করেছেন খায়রুল বাসারের বিপরীতে। নাটকে কণা চরিত্রে অভিনয় করেছেন আনিকা। নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘বেকার ব্যাচেলরদের জীবন অতটা সুখের নয়। মূলত বেকার ব্যাচেলর জীবনের গল্পই নাটকে তুলে ধলা হয়েছে।
নতুন নাটকে আনিকা আইরা
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন