চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ব্রিজ ইভেন্টে চ্যম্পিয়ন হয়েছেন নওশের আলী খান ও ম. শামসুল ইসলাম জুটি। রানার আপ হন জালাল উদ্দিন আহমদ চৌধুরী ও নির্মল চন্দ্র দাশ জুটি।
এর আগে প্রথম সেমিফাইনালে নওশের আলী খান-ম. শামসুল ইসলাম জুটি পংকজ কুমার দস্তিদার-ইসকান্দর আলী চৌধুরীকে পরাজিত করেন। দ্বিতীয় সেমিফাইনালে জালাল উদ্দিন আহমদ চৌধুরী-নির্মল চন্দ্র দাশ জুটি ফারুক ইকবাল-কলিম সরওয়ার জুটিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হন।
খেলা পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল এবং প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অনিন্দ্য টিটো।