নৌকার সমর্থনে কুসুমপুরা এলাকায় উঠান বৈঠকে মোহাম্মদ নাছির
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা ও পটিয়া আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থন পটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিজিএমই’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির। গতকাল সন্ধ্যায় কুসুমপুরা এলাকায় উঠান বৈঠকে মোহাম্মদ নাছির বলেন, উন্নয়ন সমৃদ্ধ পটিয়া গড়তে নৌকায় ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে থাকা একটি দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করে বিশ্ববাসীকে চমকে দিয়েছেন। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের মর্যাদায় নিয়ে যেতে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তীক্ষ্ণ বুদ্ধি, দূরদৃষ্টিসম্পন্ন মেধা, প্রজ্ঞা, সৃজনশীল, দু:সাহসী রাষ্ট্র নায়কের বিকল্প নেই। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা আশীষ তালুকদার, মহি উদ্দিন মহি, মোহাম্মদ নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন তালুকদার, আলী ওসমান, আব্দুল মালেক, নুরুল আলম মেম্বার, কুতুব উদ্দিন, ইদ্রিস চৌধুরী, আকবর আলী, আব্দুল মাবুদ, আব্দুর রহিম, জসিম উদ্দিন, মোহাম্মদ নাছির, আব্দুল আলীম, নাছির উদ্দিন বাদশা, জামাল উদ্দিন, বদিউল আলম বুদু, পিন্টু শীল, হাছিনা আকতার, রোকেয়া খানম, শাওন, মোহাম্মদ শাহজাহান, ইমতিয়াজ সোহেল,মোহাম্মদ মনছুর, ডাক্তার বনমালী নাথ, শহীদ, জয়নুল আবেদীন, ডাক্তার টিটু কুমার নাথ, সুমন, মোহাম্মদ রফিক, হালিম মাহাবুব, ইমরান হোসেন জনি, ছাত্রলীগ নেতা ওয়াসিক সাকিব, ইছমাইল, মিনহাজ মুন্না, অপি, নজরুল, জাহাঙ্গীর সহ প্রমূখ।