শওকত হোসেন করিম, ফটিকছড়ি: ফটিকছড়িতে প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব করছে স্কুল-মাদ্রাসায়। সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থী। আজ সোমবার ফটিকছড়ি উপজেলায় এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসাসহ বিভিন্ন স্তরে তিন বই বিতরণ করা হয়েছে। নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম আর নতুন বই। এই তিনে মিলে শিক্ষার্থীদের উৎসব আজ। খালি হাতে স্কুলে এসে নতুন বই বুকে জড়িয়ে ধরে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা । আর এতেই আনন্দ তাদের। নতুন বই নিয়ে নতুন ক্লাসে ওঠার আনন্দে উচ্ছ্বসিত শিশুরা। বেশ কয়েকজন শিক্ষার্থী জানাই, নতুন দিনে নতুন বই- চমৎকার এক মুহূর্ত। শিক্ষার্থীর কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো বই। আর সেই বই যদি নতুন হয় তাহলে তো কথাই নেই। এদিকে, ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উপলক্ষে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে ওই বই উৎসবে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিন, সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ইমন প্রমুখ। এছাড়াও, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই বই উৎসবের আয়োজন করেছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দেখা গেছে, অনেক স্কুলে শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে এসে নতুন বই নিয়ে যাচ্ছে। ইংরেজি নতুন বর্ষ ও বই উৎসব উপলক্ষে স্কুলের শিক্ষক- শিক্ষিকা সেজেছে নতুন সাজে।
ফটিকছড়ির স্কুলে স্কুলে নতুন বই উৎসব

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন