শওকত হোসেন করিম, ফটিকছড়ি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফটিকছড়িতে থাকছেন নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, এল নতুন নির্দেশনা। বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। তিনি আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের উপস্থিত সাংবাদিদের নৌকার প্রার্থী নির্বাচনের মাঠে থাকছেন বলে জানান। এই সময় দলীয় কার্যালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ গোলাফর রহমান ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নাজিমুদ্দিন মুহুরী আরো জানান, গতকাল শনিবার রাতে চট্টগ্রাম মহানগরে কেন্দ্রীয় নেতা ও জেলা নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ওই বৈঠক হতে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কল দেওয়া হয়। এ সময় চট্টগ্রামের নেতাদের উনার সাথে দেখা করতে বলেন। আজ শনিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রওনা দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম। তারা আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এক পর্যায়ে ফটিকছড়ির নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। সবকিছু জেনেই আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, নৌকার প্রার্থী ফটিকছড়িতে নির্বাচনের মাঠে থাকবে। সকল নেতাকর্মীকে নৌকার প্রতীকে প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি’র পক্ষে কাজ করার নির্দেশ দেন।
ফটিকছড়িতে নৌকার প্রার্থী থাকছেন সনি, এল নতুন নির্দেশনা!

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন