শওকত হোসেন করিম, ফটিকছড়ি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে -২(ফটিকছড়ি) আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ২২ কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে, ভোট গ্রহনের কেন্দ্র গুলো পরিদর্শন করেছে সহকারী রিটার্নিং অফিসার ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। এ আসনে ১৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তারমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হচ্ছে ২২ টি কেন্দ্র। কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিন্তিত করা হয় ১০৮ টি এবং সাধারণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে ১২টি। ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হলেও নিরাপত্তায় কোনো সমস্যা না বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। তিনি আরো বলেন, “তবে ঝুঁকি বিবেচনা করে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকবে। সুতরাং ঝুঁকিপূর্ণ হলেও নিরাপত্তায় কোনো সমস্যা হবে না।” এবার ফটিকছড়ি আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৭ শত ৫৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ২৫৬ জন ও নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৫০০ জন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী এইচএম আবু তৈয়ব (তরমুজ) , আওয়ামী লীগের মনোনীত খাদিজাতুল আনোয়ার সনি (নৌকা), ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) সৈয়দ সাইফুদ্দিন আহমেদ ( একতারা) প্রার্থীদের সমর্থনে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকে কেন্দ্র করে ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে স্থানীয়রা। উল্লেখ, এ আসনে ৯ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ঘোষিত তাফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
ফটিকছড়িতে ১৪২ ভোট কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ২২টি কেন্দ্র!

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন