প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সভাপতি ও চট্টগ্রাম -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি মো. নাজিম উদ্দীন বলেছেন, হাটহাজারী উপজেলার ধলই ও ফরহাদাবাদে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এই দুই ইউনিয়নের পশ্চিমে রয়েছে নয়নাভিরাম পাহাড়। এছাড়া ধলই-বাড়বকুন্ড সড়ক বাস্তবায়ন করা হাটহাজারীবাসীর প্রাণের দাবি। এই সড়কটি করতে পারলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যোগাযোগ সৃষ্টি হবে। সংসদ সদস্য নির্বাচিত হলে ধলই-বাড়বকুন্ড সড়ক নির্মাণ করা হবে আমার অন্যতম কাজ। তাই আসুন ৭ জানুয়ারি ঘর থেকে বের হয়ে সোনালি আঁশ পাট মার্কায় ভোট দিন।
মঙ্গলবার (২ জানুয়ারি) হাটহাজারী উপজেলার ধলই, ফতেয়াবাদ গণসংযোগকালে তিনি একথা বলেন।
ভিপি নাজিম বলেন,আমি কথায় না কাজে বিশ^াসী। ১৫ বছরে ব্যারিস্টার আনিস কথা ছাড়া কোনো কাজ করতে পারেনি। আমি ধলই ও পরহাদাবাদের পশ্চিমে অবস্থি পাহাড়ে বিনোদন কেন্দ্র, প্রাকৃতিক উদ্যান গড়ে তুলবো। দেশ বিদেশ থেকে পর্যটকরা এসে বিমোহিত হবে। শুধু তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগের ফলে এখানে শিল্পকারখানা গড়ে উঠবে। যা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। যারা গত ১৫ বছর আপনাাদেরকে কথা দিযে কথা রাখেনি তাদেরকে ভোটের মাধ্যমে প্রতিহত করুন। তাদেরকে বর্জন করুন, সোনালী আঁশ পাট মার্কায় ভোট দিন। আমি ৩৬৫ দিন আপনাদের সাথে থাকবো। শুধু শুক্রবার ও শনিবার মেজবান খেতে আসবো না।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।