শিক্ষক সংবর্ধনায় বক্তারা
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে শ্রীঅরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাচিকশিল্পী, সংগঠক বিজয় শংকর চৌধুরীর সংবর্ধনা ও শিক্ষায় তাঁর পথচলা শীর্ষক এক সভা গত ১ জানুয়ারী সন্ধ্যায় সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি, সংস্কৃত বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জীনবোধী ভিক্ষু। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগের সাবেক প্রধান কর্মকর্তা সাইফুদ্দীন সাকি। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তিতে অংশ নেন কবি আশিষ সেন, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, সংগীত শিল্পী অচিন্ত কুমার দাশ, সংগীতা চৌধুরী, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দি, সংগঠক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, সাবিহা সুলতানা রক্সি, মোঃ তিতাস, নিলয় দে, মোঃ জাফর প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একজন শিক্ষক সবসময় একজন শিক্ষক হিসেবেই সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করে। শিক্ষকরা সবসময় সমাজ ও দেশের উন্নয়ন সাধনে নিরলস ভুমিকা পালন করে। তিনি বলেন শিক্ষক বিজয় শংকর চৌধুরী বিভিন্ন পর্যায়ে দীর্ঘ প্রায় ৪৮ বছর ১১ মাস ১৯ দিন শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন তা নিঃসন্দেহে অনেক ত্যাগের মহিমায় ভাস্বরিত। ব্যক্তিগত জীবনে তিনি দু সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিজয় শংকর চৌধুরী এখনো সদা তরুণের মত কাজ করে যাচ্ছে। সভা শেষে শিক্ষক বিজয় শংকর চৌধুরীকে সম্মাননা স্মারক, উত্তরীয়, বই ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অতিথিবৃন্দ।