গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট সার্কেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম টীম ও এনএসআই এয়ারপোর্ট শাখার সহযোগিতায় যৌথ অভিযাআজ শারজাহ্ হতে আগত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৮:০৭ ঘটিকায় অবতরণকৃত ফ্লাইট নং-বিজি ১৫২ তল্লাশি করে সিট নম্বর ১৯এ, ১৮বি,১৭বি ও ১১ই এর নিচে লাইফ জ্যাকেটের সাথে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪ প্যাকেট স্বর্ণালংকার উদ্ধার করে। স্বর্ণালংকারসমূহ বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হয় এবং বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) স্বীকৃত স্বর্ণকার কর্তৃক পরীক্ষা করে ২৪ ক্যারেট স্বর্ণালংকার নিশ্চিত হওয়া গেছে। স্বর্ণালংকারসমূহের মধ্যে চুড়ি ৬৯টি, চেইন ১১টি, ২টি লকেট ও ৩টি রিং পাওয়া যায় যার মোট ওজন ৪.৫ কেজি বা ৪৫০০ গ্রাম যা ভরেিত হিসাব করলে প্রায় ৩৮৫.৯৩ ভরি এবং আনুমানিক বাজার মূল্য ৩,৮৫,৯৩,০০০/= (তিন কোটি পঁচাশি লক্ষ তিরানব্বই হাজার টাকা) মাত্র। উক্ত স্বর্ণালংকারসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
সাড়ে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার আটক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


