চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগর চট্টল শার্দুল, স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা, চট্টগ্রামের অবিসংবাদিত কিংবদন্তীতুল্য জননেতা, একদফার প্রবক্তা, মরহুম এম.এ.আজিজের ৫৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা গতকাল ১৩ই জানুয়ারী সন্ধ্যায় চট্টগ্রাম কলেজ রেডবিল্ডিংস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এ.এম.মাহবুব উদ্দীন চৌধুরী। পরিষদের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খানের পরিচালনায় এতে আলোচনায় অংশনেন পরিষদের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূঁইয়া, অধ্যাপক ড. ওমর ফারুক মিয়াজী, অধ্যাপক ফজলুর রহমান, এড. আবদুল মান্নান চৌধুরী, সিরাজুল হক, আলহাজ্ব আবদুল গফুর ভুঁইয়া, ব্যাংকার একরাম হোসেন, আলহাজ্ব হুমায়ুন কবির, কাজী আবদুল হাই, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, মোঃ ইউনুস উদ্দীন, খুরশিদ রোকেয়া, মিজানুর রহমান, মেরাজ তাসিন শফি, ইসমাঈল মনু, তারেক ইমতিয়াজ ইফু, তরুণ কুমার রায়, অচিন্ত্য কুমার দাশ, আবু মোহাম্মদ আরিফ, আসিফ ইকবাল, দেলোয়ার হোসেন জয় প্রমুখ। সভায় বক্তারা বলেন মরহুম জননেতা এম.এ. আজিজ ছিলেন চট্টগ্রাম তথা জাতীয় নেতা। এদেশের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করতে এম.এ.আজিজের একদফা অনন্য ভুমিকা পালন করেছে। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের কাছে এম.এ. আজিজ ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। জাতির জনক বঙ্গবন্ধুর খুব কাছের ও বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে এম.এ.আজিজ আজীবন এদেশের স্বাধীনতা সৃষ্টির কাজে অসামান্য অবদান রেখে গেছেন। দেশপ্রেমিক ও মহান রাজনীতিবিদ হিসেবে মরহুম জননেতা এম.এ. আজিজ প্রজন্মের কাছে চির অনুস্মরণযোগ্য হয়ে থাকবে। যুগের একজন মেধাবী, সৎ ও জনবান্ধব নেতা হিসেবে আমৃত্যু দেশমাতৃকায় কাজ করে গেছেন।
একদফার প্রবক্তা এম.এ.আজিজের জীবন প্রজন্মের অনুস্মরণযোগ্য
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


